মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া দেড়শ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি)।
বাংলাদেশের ঘুমধুম ও মিয়ানমারের ঢেকিবনিয়া সীমান্তে সোমবার বেলা পৌনে ১১টার পর এই বৈঠক শুরু হয়। বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। মিয়ানমারের পক্ষে রয়েছেন বিজিপি, দেশটির ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
এর আগে বাংলাদেশ থেকে বিজিবির নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল সকাল ১০ টা ৪০ মিনিটে মিয়ানমারে পৌঁছে। এ প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন বিজিবি-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম। প্রতিনিধি দলে আরো রয়েছেন পুলিশ, ইমিগ্রেশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক শেষে শনাক্ত হওয়া ১৫০ বাংলাদেশিকে মিয়ানমার বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। শনাক্তকৃতদের মধ্যে নরসিংদী জেলার ৫০ জন, কক্সবাজারের ৩০ জন এবং বাকীরা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।