১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর ছিলেন এমপি জাফর

বার্তা পরিবেশক:
শনিবার সন্ধ্যায় আকষ্মিক সংঘটিত হওয়া পেকুয়া সদরের চৌমুহনীর ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে যাতে আসে সেজন্য তৎপরতা শুরু করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। খবর পেয়েই ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশ দেন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে। পাশাপাশি তিঁনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সতর্ক অবস্থান নেন। সর্বসাধারণকে বিভিন্ন বিষয়ে সতর্ক থাকারও আহবান জানান। শেষখবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সম্পদের ক্ষতি হয়েছে ব্যাপক।
এমপি জাফর আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে এ সংক্রান্ত বিষয়ে লেখেন-………
পেকুয়া চৌমুহনী অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে পেকুয়া ফায়ার সার্ভিস, চকরিয়া ফায়ার সার্ভিস এবং বাঁশখালী ফায়ার সার্ভিসকে একযোগে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হলো যাতে উৎসুক জনতা এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ক্যামেরাবন্দী করতে গিয়ে বিপদের সম্মুখীন না হয়।
আমি বর্তমানে চৌমুহনীতে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছি এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিচ্ছি। মহান আল্লাহ সবার জান ও মালের হেফাজত করুন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।