উখিয়ার উত্তর ধুরুমখালী শর্মা পাড়াস্থ কেন্দ্রীয় মহাশ্মশান শিব মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী রাধাকৃষ্ণ স্মরণে মাঘী সপ্তমী স্নান তিথি উপলক্ষে মহানাম সংকীর্তন উদযাপন মহামায়াচ্ছন্ন অশান্ত কলিহত জীবের মঙ্গল কামনায় ৪ দিন ব্যাপী ৩, ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারী শুক্র, শনি, রবি ও সোমবার শুরু হয়েছে ২৬তম পবিত্র গীতা পাঠ, ভক্তি গীতি, ধর্মসভা ও অধিবাস সংকীর্তনসহ ষোড়শ প্রহরব্যাপী ভুবন মঙ্গল তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ।
এ মহতী অনুষ্ঠানে ৩ ফেব্রুয়ারী সকালে মাঘী সপ্তমী স্নানের মধ্য দিয়ে শুরু হয়। শুভ উদ্ভোধন অনুষ্টান ও পবিত্র গীতাপাঠ এবং প্রতিযোগিতা। মিটন শর্মা ও টিপু শর্মার পরিচালনায় এতে অংশগ্রহন করেন শ্রীকৃষ্ণ গীতা স্কুলের ছাত্র/ছাত্রীবৃন্দ এবং বিকালে উখিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শ্রী অাভাষ শর্মা বিশুর সংকল্পে শুরু হয় মহানামযজ্ঞের শুভ অধিবাস। অধিবাস কীর্ত্তন ও পৌরহিত্য করবেন খুরুশকুলের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীমান বনমালী বৈষ্ণব। সহযোগিতায় রয়েছেন শিব চক্রবর্তী ও প্রদীপ চক্রবর্তী।
রাতে উখিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন শর্মা রনির সভাপতিত্বে অায়োজিত হবে মহতী ধর্মসভা ও সঙ্গীতাঞ্জলী। স্বাগত বক্তব্য রাখেনন শ্রী কালি চরন শর্মা।
শ্রীশ্রী নামামৃত পরিবেশনা করেন সিলেটের শ্রীশ্রী রাম কানাই সম্প্রদায়, চট্টগ্রামের শ্রীশ্রী রক্ষাকালী সম্প্রদায়, চট্টগ্রামের শ্রীশ্রী জগন্নাথানন্দ সম্প্রদায়, কক্সবাজারের শ্রীশ্রী শিব মন্দির সম্প্রদায়, কক্সবাজারের শ্রীশ্রী চিন্তাহারী গীতা সংঘ ও বাঘেরহাটের শ্রীশ্রী ব্রজ গোপাল সম্প্রদায়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।