২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পাহাড় খেকোর হামলায় রেঞ্জ কর্মকর্তা শফিউল আহত

ধোয়াপালং ও উখিয়া রেঞ্জের যৌথ অভিযানে দুই ডাম্পারসহ ৫ জন আটক

বিশেষ প্রতিবেদক:

দিন দিন বেপোয়া হয়ে উঠেছে পাহাড় খেকো চক্র। সন্ধ্যা হলেই তাদের দখলে চলে যায় পাহাড়, বালুসহ সরকারি সম্পত্তি। এবার উখিয়ার মরিচ্যা বনবিট এলাকায় পাহাড় কাটা রোধ করতে গিয়ে কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের উপর হামলা চালিয়ে আহত করেছে সংঘবন্ধ পাহাড় খেকো চক্র। ওই সময় দুইটি ডাম্পারসহ পাঁচ পাহাড় খেকোকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার ভোর রাতে উখিয়ার মরিচ্যা মধুঘোনা এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন, একটি চক্র মরিচ্যায় এলাকায় পাহাড় কাটার খবর পেয়ে উখিয়া ও ধোয়াপালংয়ের বনকর্মীরা যৌথ অভিযান চালায়। ওই সময় পাহাড় খেকোরা হামলা চালায়। এতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম আহত হয়।
তিনি আরও জানান, এঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এরা হলেন, জালিয়াপালংয়ের জুম্মাপাড়া এলাকার মৃত জাগির হোসনের ছেলে জসিম ও আফাজ উদ্দিন, কামাল হোসনের ছেলে ছাবের, আবুল কাশেমের ছেলে গিয়াস উদ্দিন ও জাফর আলমের ছেলে জুনায়েদ।


এদিকে এ ঘটনার খবর পেয়ে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন আরও জানান, এই হামলার ঘটনা নিয়ে মরিচ্যা বিট কর্মকর্তা বিকাশ দাশ বাদি হয়ে আটক ৫ জনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। পাহাড় কাটা রোধে অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন সাজ্জাদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।