২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

ধ্বংসাত্মক কাটার মাস্টার; বিপর্যস্ত আয়ারল্যান্ড!

কাটার মাস্টারকে অভিনন্দন জানাচ্ছেন মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, সানজামুলরা। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের এই জাদুকরী বোলিং দেখার জন্যই বসে থাকে ক্রিকেট বিশ্ব। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভার বল করে ২টি মেডেনসহ দিয়েছেন মাত্র ২২ রান! আর উইকেট তুলে নিয়েছেন ৪টি। তার বিধ্বংসী বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে এখন মহাবিপদে আয়ারল্যান্ড! এই রিপোর্ট লেখা পর্যন্ত আইরিশদের সংগ্রহে ৪৩ ওভারে ৭ উইকেটে ১৭০। এছাড়া অভিষেক ম্যাচের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন স্পিনার সানজামুল ইসলাম।

ডাবলিনের মালাহাইডে টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়ার পর দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। রুবেলের করা প্রথম ওভার মেডেনের পর দ্বিতীয় ওভারেও মেডেন উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তার অফ স্টাম্পের বাইরের বলটি খোঁচা মেরে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন পল স্টার্লিং। স্টার্লিংয়ের বিদায়ের পর একটু হাত খোলার চেষ্টা করছিলেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তাকে কট অ্যান্ড বোল্ড করে শুরু করেন তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত। আইরিশ দূর্গে তৃতীয় আঘাত হানেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ঘূর্ণিবল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান ১২ রান করা অ্যন্ডি ব্যালব্রেইন।

চতুর্থ উইকেটে এড জয়েস এবং নেইল ওব্রেইনের ৫৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইরিশরা। কিন্তু কাটার মাস্টার আছেন না? তার বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নেইল ওব্রেইন (৩০)। এরপর মঞ্চে আবির্ভাব অভিষিক্ত সানজামুল ইসলামের। প্রথম ওভারেই প্রথম আন্তর্জাতিক উইকেট তুলে নেন তিনি। ২৯ ওভারের শেষ বলে এড জয়েসকে (৬) তামিম ইকবালের ক্যাচে পরিণত করেন তিনি।

আইরিশদের তখন ঘোর বিপদ। জোড়া আঘাতে সেই বিপদ আরও বাড়িয়ে দেন কাটার মাস্টার মুস্তাফিজ। আগেরবার সাব্বির রহমান কেভিন ওব্রায়ানের (১০) ক্যাচ ছাড়লেও মোসাদ্দেক হোসেন সেই ভুল করেননি। মুস্তাফিজের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। এখনেই শেষ নয়; দ্য ফিজের শর্ট বলে আয়ারল্যান্ডের শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান গ্যারি উইলসন (৬) মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী হন। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে বলটি আসলে উইলসনের পায়ে লেগেছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।