আন্তরিকতার সঙ্গে যোগ্যতা দিয়ে নতুন সিইসি তাদের দায়িত্ব পালন করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। মঙ্গলাবার সকাল সোয়া ১১টায় আশুলিয়া নবীনগর এলাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।
কাজি রকিব উদ্দিন নতুন নির্বাচন কমিশনারদের উদ্দেশে বলেন, ‘এটা সাংবিধানিক ও রাষ্ট্রের দায়িত্ব, আমরা অন্তর থেকে দায়িত্ব পালন করেছি। আশা করি নতুন নির্বাচন কমিশনারও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করবেন।’
পরে তিনি স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরাবতা পালন করেন। শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী, শাহনেওয়াজ, মোহাম্মদ আবু হাফিজসহ বিদায়ী অন্যান্য নির্বাচন কমিশনের সদস্যরা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।