প্রথম বারের মত অনুষ্টিত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচন-২০১৫ সম্পন্ন হয়েছে। সোমবার ১৫ জুন সংরক্ষিত-২ ঘুমধুম সোনাইছড়ি ইউনিয়নের সম্পূর্ণ এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১,২,৩,৪,৫,৬ আসনে মোট ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ঘুমধুম ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের সদস্য শ্রীমতি চিংমে তংচঙ্গ্যা। তিনি (হরিণ) প্রতিক নিয়ে ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী খালেদা বেগম (চাঁদ) প্রতিক নিয়ে পেয়েছেন পাচর্ঁ ভোট। এর আগে ১ নং আসনে ( উপজেলার সদর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং এবং বাইশারী ও দৌছড়ি ইউনিয়ন) আসনে দৌছড়ি ইউনিয়নের নির্বাচিত মহিলা সদস্য জইতুন্নাহার বিনা প্রতিদ্বনিদ্ধতায় নির্বাচিত হয়েছিলেন।
সোমবারের নির্বাচনে প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহামদ। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুইঅং মার্মা। মোট ভোটারের সংখ্যা ছিল ১৫।
এদিকে সোমবার নব নির্বাচিত সংরক্ষিত আসনের নারী সদস্য শ্রীমতি চিংমে তংচঙ্গ্যা জয়লাবের পর পরই উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় আওয়ামীলীগ সম্পাদক নব নির্বাচিত নারী সদস্যকে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরের উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করে জনসেবায় অবদান রাখার জন্য পরামর্শ দেন। এসময় ঘুমধুম ইউপির প্যনের চেয়ারম্যান কামাল উদ্দিন, উপেন্দ্র লাল কারবারী উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।