নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ১২ জুন নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকৃতের নাম আবুল কালাম। সে দক্ষিণ বাইশারী গ্রামের মৃত আবদুস সোবাহানের ছেলে। আবুল কালাম ডাকাতি মামলায় আদালত কর্তৃক ৪বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪বছরের সাজাপ্রাপ্ত ওই আসামীকে আটক করা হয়েছে। পলাতক আসামীসহ আইন শৃঙ্খলা বিরোধী পুলিশী অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।