হাফিজুল ইসলাম চৌধুরী: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০১৯-২০ সালের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩মে) সকালে সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে ইউনিয়নের জনসাধারণের উপস্থিতিতে বাজেট ঘোষণা করা হয়।
এতে সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন। সভায় বক্তব্য দেন সদর ইউনিয়ন পরিষদের সচিব ছৈয়দ আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আব্দু সাত্তার প্রমূখ।
সভায় ২০১৯-২০২০ সালে সদর ইউনিয়ন পরিষদের আয় এবং ব্যায় ধরা হয় ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে কৃষি খাতে বরাদ্দ ধরা হয় ১৫ লাখ টাকা, রাস্তা নির্মাণ ও মেরামত খাতে ২৮ লাখ ৬০ হাজার টাকা ও শিক্ষাখাতে ১২ লাখ টাকা।
বাজেট আলোচনা সভায় ইউএনও সাদিয়া আফরিন বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের জনগণের জন্য কী কী উন্নয়ন করা হবে, তা তাঁদের জানার অধিকার আছে। এ জন্য উন্মুক্ত বাজেট ঘোষণার উদ্যোগ নেওয়া হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।