এর আগে নবাগত জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতাল ও ৩১ বিজিবির জোন হেডকোয়ার্টার পরিদর্শন করেন। এসময় ৩১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো.হাসান মোরশেদ পিএসসি জি প্লাস, পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য মাষ্টার ক্যউচিং চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল খায়ের, উপজেলা ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মা, দোছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে, দুপুর ২টায় সীমান্তের ঘুমধুম ইউনিয়নে বাইশফারি বিওপি ক্যাম্প সংলগ্ন এলাকায় অবৈধভাবে মিয়ানমার নাগরিক অনুপ্রবেশ রোধকল্পে ১৭ বিজিবির উদ্যোগে অনুষ্ঠিত এক অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৭ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল খন্দকার সাইফুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম প্রমূখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।