পূর্ব ঘোষনা ছাড়াই এবার নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অনিদিষ্ট কালের পরিবহণ ধর্মঘট পালন করছে রামু পরিবহণ শ্রমিক ইউনিয়ন। নাইক্ষ্যংছড়ি প্রশাসনের বাধা নিষেধ অমান্য করে একতরফা কর্মকান্ডের কারনে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছে। আজ রবিবার সকাল থেকে এ সড়কে কোন ধরনের যান চলাচল করতে দিচ্ছেনা রামু পরিবহণ শ্রমিক ইউনিয়ন। অনিদিষ্টকালের পরিবহণ ধর্মঘটের সতত্য স্বীকার করে রামু উপজেলা পরিবহণ শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: ছৈয়দ আলম জানান, নাইক্ষ্যংছড়ি পরিবহণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চাঁদাবাজি ও হামলার ঘটনায় তারা এ ধর্মঘট পালন করছে। তবে ঘটনার সুষ্ট সমাধানের উদ্যোগ নেয়া হলে ধর্মঘট প্রত্যাহারের কথা বিবেচনা করা হবে বলে জানান।
জানা গেছে, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি বাস স্টেশনের কর্তৃত্ব নিয়ে রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুটি শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ শুরু হয়। যার কারনে গতকাল শনিবার রামু পরিবহণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমানা এলাকায় কোন প্রকার যানবাহন প্রবেশ করেনি এবং নাইক্ষ্যংছড়ির কোন পরিবহণও রামু উপজেলা সীমানা এলাকায় যায়নি। পরিবহণ শ্রমিকদের একতরফ এ কর্মকান্ডের কারনে গতকাল নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে আগামীকাল ৪মে পর্যন্ত নিজ নিজ অবস্থানে থেকে যাত্রী সেবা প্রদানের নির্দেশ দেন। কিন্তু অর্তকিত অবস্থায় আজ রবিবার থেকে রামু থেকে কোন ধরেনর পরিবহণ চলাচল করছে না। অপরদিকে নাইক্ষ্যংছড়ি পরিবহণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রামু উপজেলা সীমানা (জারুলিয়াছড়ি স্টিল ব্রিজ) পর্যন্ত তাদের গাড়ি চলাচল করছে।
পরিবহণ ধর্মঘটের কথা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের জানিয়েছেন, রামু পরিবহণ শ্রমিকদের পক্ষ থেকে ধর্মঘট পালন করছে। এ কারনে আজ রবিবার রামু ও নাইক্ষ্যংছড়ি পুলিশ প্রশাসনের মধ্যে বৈঠকের কথা রয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।