১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

নাইক্ষ্যংছড়ির ওসাই মং মার্মা ডাক পেলো জাতীয় ফুটবল দলের ফিটনেস ক্যাম্পে

আগামী ৩ থেকে ১২ ফেব্রুয়ারী জাতীয় দলের ফিটনেস ক্যাম্পের দ্বিতীয় পর্বের ২৯জন খেলোয়াড়ের মধ্যে ফরোয়ার্ডে খেলার জন্য উসাই মংয়ের নাম থাকায় তার গ্রামের এলাকায় বইছে আনন্দের বন্যা। এদিকে ফিটনেস ক্যাম্পে উসাই মংকে স্থান দেওয়ায় ন্যাশনাল টিম ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানিয়েছেন উসাই মংসহ বিভিন্ন প্রবীণ খেলোয়াড়রা।
উসাই মং মার্মা ছোট। পার্বত্য বান্দরবানের ফুটবল অঙ্গনে নতুন এক প্রতিভার নাম। যার ধ্যান, জ্ঞান, চিন্তায় শুধুই ফুটবল। সব খেলোয়াড়ের মত উসাই মংও স্বপ্ন দেখছেন জাতীয় দলে খেলে দেশের জন্য কিছু বয়ে আনবে। ইতিমধ্যে তিনি নিজ উপজেলা ছাড়িয়ে জেলা, বিভাগ ও প্রথম শ্রেণীর লীগে নিজের অবস্থান করে নিয়েছেন। গত দুই মাসের অধিক বাংলাদেশ প্রিমিয়ারলীগে চট্টগ্রাম মোহামেডানের হয়ে খেলেছেন। দারুণ পারফরমেন্সের কারণে তাঁর দল থেকে সে একাই চান্স পেয়েছেন জাতীয় দলের ফিটনেস ক্যাম্পের জন্য। উসাই মংয়ের এমন পারফরমেন্সই আকর্ষণ করে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কর্তাব্যাক্তিদের।
এ বিষয়ে উসাই মং মার্মা ছোট বলেন- প্রিমিয়ারলীগে নিজের সাধ্যমত খেলার চেষ্টা করেছি। টিমের সবাই আন্তরিক ভালবাসা আর সহযোগিতা করেছে। ফিটনেস ক্যাম্পে আরো ভাল করার চেষ্টা করব। জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে স্থান দেওয়ায় ন্যাশনাল টিম ম্যানেজমেন্টসহ ফুটবলগুরু জ্যের্তিময় বড়–য়া মঙ্গল এবং শুভাকাংঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


ফিটনেস ক্যাম্পের দ্বিতীয় ধাপের দলে স্থান পাওয়া খেলোয়াড়রা হলো: গোলরক্ষক: মাকসুদুর রহমান, নাইম, আনিসুর রহমান জিকো ও সবুজ দাস রবু। ডিফেন্ডার: আরিফুল ইসলাম জুনিয়র, মনসুর আমিন, বিশ্বনাথ ঘোষ, শওকত রাসেল, কেষ্ট কুমার বোস, টুটুল হোসেন বাদশা, মঞ্জুরুর রহমান মানিক, মো: জালাল, শাকিল আহমেদ ও মো: সবুজ। মিডফিল্ডার: মেহবুব হাসেন নয়ন, ফজলে রাব্বি. রুম্মন হোসেন, সুশান্ত ত্রিপুরা, শাহেদুল আলাম শাহেদ, দিদারুল আলম, ওমর ফারুক বাবুল ও মো: শাহেদুল আলাম শাহেদ। ফরোয়ার্ড: শাহাদাত হোসেন শাহেদ, সরোয়ার জামান নিপু, মান্নাফ রাব্বি, মতিন মিয়া, ওসাইমং মার্মা ছোট, সাদ উদ্দিন ও সোহেল রানা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।