কক্সবাজারের টেকনাফে নাফনদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের মধ্যে মোহাম্মদ রফিক (২১) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে শাহপরীরদ্বীপ ঘোলারমুখ নাম পয়েন্ট থেকে মৃতদেহটি ভেসে উঠলে তা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন সবরাং ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) রেজাউল করিম।
উদ্ধার মোহাম্মদ রফিক শাহপরীর দ্বীপ মাঝার পাড়ার হাবিবুর রহমানের ছেলে। এখনো নিখোঁজ রয়েছে তার ভাই মোহাম্মদ ওসমান (২২)।
রোববার তিন মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ হয়। এ ঘটনায়শাহপরীর দ্বীপ মাঝার পাড়ার মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ আয়ুব (৩০) মূর্মষ অবস্থায় এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। তিনি টেকনাফ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
কোস্ট গার্ড শাহপরীর দ্বীপ ষ্টেশনের কর্মকর্তা এম এস কবির জানান, কোস্ট গার্ডের একটি দল শাহ পরীর দ্বীপের গুলারচর এলাকায় তল্লাশি চালিয়ে মোহাম্মদ রফিক (২১) এর লাশ উদ্ধার করে। এখনো আরো ১ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে সেন্টমাটিনের নৌবাহিনীরও উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।