২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নাফনদীতে নিখোঁজদের একজনের মৃতদেহ উদ্ধার


কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকা ভ্রমণে নিয়ে নিখোঁজ ৩ জনের মধ্যে এক জনের মৃতদেহের সন্ধান মিলেছে। মৃতদেহটি টেকনাফ পৌরসভার পল্লান পাড়ার ছাব্বির আহমদ ওরফে মনু মিয়ার ছেলে মোহাম্মদ আমিন (৯) এর ।
নিখোঁজ অপর ২ জন হলেন, টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক।
আজ বুধবার দুপুর ১ টার দিকে নাফ নদীর নতুন জেটিঘাট সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় পেয়ে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. মাঈনুদ্দিন খান।
গতকাল মঙ্গলবার বিকেলে নাফ নদীর নতুন জেটির কাছেই নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় ১৪ জনকে উদ্ধার করা হলেও ৩ জন নিখোঁজ ছিলেন ।
টেকনাফ থানার ওসি মো. মাঈনুদ্দিন খান জানান, বাকি দু’জনকে উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের কর্মী ও জেলেরা নাফ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে, মঙ্গলবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে স্নান করতে নেমে নিখোঁজ হন ঢাকার পিলখানা বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজের ছাত্র সুদীপ্ত দে। তার সন্ধানে লাইফ গার্ড কর্মীর পাশাপাশি মঙ্গলবার বিকাল থেকে কাজ করছে নৌ বাহিনী জাহাজ ও তাদের ডুবুরি দল। তারও সন্ধান মিলেনি।
ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার জোনের সহকারি পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, বুধবার সকাল পর্যন্ত নিখোঁজ এ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।
নৌবাহিনীর স্পেশাল ওয়ার্কের ডাইর্ভিং এন্ড সার্ভিসের লে. কমান্ডার নাঈম তারিক বলেন, ‘আমাদের দল কক্সবাজার সমুদ্র উপকূলের সবস্থানে অভিযান চালাচ্ছে, আশা করি বিকেলের মধ্যে উদ্ধার সম্ভব হবে। তবে সমুদ্রে স্রোতের টান বেশি থাকায় উদ্ধার কাজ চালাতে সমস্যা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।