বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের তোলা বড় স্কোরের জবাবে দক্ষিণাঞ্চলকে ভালোভাবেই টানছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস ও এনামুল হক। দুজনের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১২৫ রান তুলেছে মধ্যাঞ্চল।
খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় দিনে ৪১৩ রান তুলে প্রথম ইনিংস শেষ করে মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের চেয়ে এখনো ২৮৮ রানে এগিয়ে আছে মোশাররফ হোসেনের দল।
দিনের শেষ দুই সেশন মিলিয়ে ৩৯ ওভার ব্যাটিং করে দক্ষিণাঞ্চল। নাফীস ও এনামুল-দুই উদ্বোধনী ব্যাটসম্যান অর্ধশতক করে প্রতিপক্ষের বোলারদের উইকেট শূন্য রাখেন। নাফীস ৫৯ ও এনামুল ৬৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
আগের দিনের ২৪৮/৭ স্কোর নিয়ে দ্বিতীয় দিন শুরু করে মধ্যাঞ্চল। শেষ দিকে মোশাররফ হোসেন ও ইলিয়াস সানি ধৈর্যশীল ব্যাটিং করে বড় ইনিংস গড়েন।
মুস্তাফিজুর রহমানের বলে জিয়াউর রহমানকে ক্যাচ দেওয়ার আগে ১৩৫ বলে ১৪টি চার ও ১টি ছক্কায় ৮৯ রান করেন মোশাররফ। আর ১২৬ বলে ৫৮ রানের মূল্যবান ইনিংস খেলে অপরাজিত থাকেন সানি।
দক্ষিণাঞ্চলের মুস্তাফিজুর ও আব্দুর রাজ্জাক ৩টি করে উইকেট নেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।