কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন-পুরুষের পাশাপাশি আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে। নারীরা এখন আর পিছিয়ে নেই। আরো এগিয়ে যাওয়া প্রয়োজন নারীদের। তবে এজন্য প্রয়োজন প্রশিক্ষণের। প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
কক্সবাজার জেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার সকালে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪) এর উদ্যোগে প্রথম ব্যাচের সনদ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব বলেন। কক্সবাজার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম কানিজ ফাতেমা আহমেদের সভাপতিত্বে অনুষ্টিত এ অনুষ্টানে জেলা প্রশাসক আরো বলেন, প্রশিক্ষিত সমাজ ছাড়া কোন ভাবেই উন্নয়ন সম্ভব নয়। যেহেতু এ সমাজে নারীর সংখ্যা অর্ধেক এবং যেহেতু সমাজে নারীর রয়েছে অনন্য ভুমিকা সেহেতু তাকে সুশিক্ষিত এবং প্রশিক্ষণ প্রাপ্ত হতেই হবে। সভায় অন্যান্যের মধ্যে বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের ও জেলা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজ উপস্থিত ছিলেন।
সভায় আয়োজকদের তরফে তথ্য প্রকাশ করে জানানো হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে নারীকে স্বাবলম্বী করার জন্য কম্পিউটার প্রশিক্ষণ কর্মসুচি প্রদান করা হচ্ছে। ২০১০ সাল থেকে কক্সবাজার জাতীয় মহিলা সংস্থার অধীনে এ পর্যন্ত দুই হাজার নারীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত বছরের জুলাই-ডিসেম্বর সেশনে প্রশিক্ষণ নেওয়া ৪০ জন প্রশিক্ষণার্থীকে গতকাল সনদ পত্র প্রদান করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।