২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

নায়েক আবদুর রাজ্জাক মিয়ানমার হেফাজতে

index 1_84923

টেকনাফের নাফ নদীর দমদমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থান থেকে ধরে নিয়ে যাওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক আবদুর রাজ্জাক মিয়ানমার সীমান্ত পুলিশের (বিজিপি) হেফাজতে রয়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিপি স্বীকার করেছে যে, নায়েক আবদুর রাজ্জাক তাদের হেফাজতে রয়েছে। তিনি সুস্থ ও নিরাপদে আছেন। এছাড়া গুলিবিদ্ধ সিপাহী বিপ্লব কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন আশঙ্কামুক্ত।
তবে কবে নাগাদ পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান।
প্রতিদিনের মতো বিজিবি’র সদস্যরা দমমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে বুধবার ভোরে টহল দিচ্ছিলেন। ওই সময় একদল চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। একপর্যায়ে চোরকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্ত পুলিশ বাহিনীর সদস্যরা বিজিবির টহল দলের উপর গুলিবর্ষণ করে। এতে সিপাহী বিপ্লব গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবির নায়েক আবদুর রাজ্জাক নামে আরেক সদস্য নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্ত পুলিশ বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।