২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

নায়েক আবদুর রাজ্জাক মিয়ানমার হেফাজতে

index 1_84923

টেকনাফের নাফ নদীর দমদমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থান থেকে ধরে নিয়ে যাওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক আবদুর রাজ্জাক মিয়ানমার সীমান্ত পুলিশের (বিজিপি) হেফাজতে রয়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিপি স্বীকার করেছে যে, নায়েক আবদুর রাজ্জাক তাদের হেফাজতে রয়েছে। তিনি সুস্থ ও নিরাপদে আছেন। এছাড়া গুলিবিদ্ধ সিপাহী বিপ্লব কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন আশঙ্কামুক্ত।
তবে কবে নাগাদ পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান।
প্রতিদিনের মতো বিজিবি’র সদস্যরা দমমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে বুধবার ভোরে টহল দিচ্ছিলেন। ওই সময় একদল চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। একপর্যায়ে চোরকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্ত পুলিশ বাহিনীর সদস্যরা বিজিবির টহল দলের উপর গুলিবর্ষণ করে। এতে সিপাহী বিপ্লব গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবির নায়েক আবদুর রাজ্জাক নামে আরেক সদস্য নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্ত পুলিশ বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।