হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন-ইতিহাস সম্পর্কে প্রবাস-প্রজন্মের কৌতূহল নিবারণের অভিপ্রায়ে নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু মিউজিয়াম’ প্রতিষ্ঠার দাবি জানিয়ে ৩ মে মঙ্গলবার রাতে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। প্রবাসের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজনের উপস্থিতিতে এ সেমিনারে ‘জাতিরপিতার দেখানো পথে বাংলাদেশ এগিয়ে চলেছে তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এবং এই চলার পথ সুগম রাখতে প্রত্যেক প্রবাসীকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক সহায়তার’ উদাত্ত আহ্বান উচ্চারিত হয়।
‘বাংলাদেশী প্রবাসী নাগরিক কমিটি’র উদ্যোগে জ্যাকসন হাইটস এলাকার একটি মিলনায়তনে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক আইনমন্ত্রী ও জাতীয় সংসদে আইন ও বিচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। তিনি তার বক্তব্যে বাঙালির স্বাধীনতার মহানায়ক, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে নিউইয়র্কের মত জায়গায় এ ধরনের সেমিনারের আয়োজনকারীদের প্রতি বাংলাদেশের ১৬ কোটি মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানান। ‘বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে প্রবাস প্রজন্মকে যথাযথভাবে অবহিত করতে প্রথম প্রজন্মের দায়িত্ব অপরিসীম’-বলেন সাবেক এই মন্ত্রী।
আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় এ সেমিনারের বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তিনি বক্তব্যে গত ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যারা বিশৃঙ্খলা করেছেন তাদের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে সেমিনার হচ্ছে, অথচ তাদের কাউকে দেখছি না। তাহলে তারা কীসের রাজনীতি করেন? আশা করবো, সামনের দিনগুলোতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে তাদের সক্রিয় অংশগ্রহণ দেখবে প্রবাসীরা।’
অপর বিশেষ অতিথি এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসই হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস। বাঙালির স্বাধীনতার ইতিহাসই হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস। এই মহামানবকে প্রবাস প্রজন্মের কাছে আরো স্পষ্টভাবে অবহিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, আজকের এই সেমিনারের আয়োজক সংগঠন ২০০০ সাল থেকেই নীরবে কাজ করছে। প্রতি বছরই ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে তারা জ্যাকসন হাইটসে বড় আকারের দোয়া-মাহফিলের আয়োজন করে আসছে। এই সেমিনারের মধ্য দিয়ে তারা মোট ১২টি আন্তর্জাতিক সেমিনার করলেন বঙ্গবন্ধুর বাংলাদেশ সম্পর্কে।
হোস্ট সংগঠনের প্রধান মীর নিজামুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম কামাল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সেমিনার পর্ব শুরুর আগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ-সৈনিক শহীদ হাসানের লেখা ও সুর করা একটি গান পরিবেশন করেন শিল্পী নিজেই। এ সময় নব্বইয়ের স্বৈরাচার-বিরোধী আন্দোলনের সময় লেখা ও সুর করা আরেকটি গান পরিবেশন করেন শিল্পী তানভির শাহীন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।