১৬ এপ্রিল, ২০২৫ | ৩ বৈশাখ, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। মঙ্গলবার নিউজিল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করে স্বাগতিকরা। কার্ডিফে ইংলিশদের ৪৯.৩ ওভারে করা ৩১০ রানের জবাবে নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ২২৩ রানে। তাতে টানা দ্বিতীয় জয় পাওয়া ইংলিশরা ৪ পয়েন্ট নিয়ে উঠে যায় সেমিফাইনালে।

ইংলিশদের পেস বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন লিয়াম প্লাঙ্কেট, এই পেসারের শিকার ৪ উইকেট। দুটি করে উইকেট নেওয়া জেক বল ও আদিল রশিদও ছিলেন ভয়ঙ্কর। তবে কাজের কাজটা শুরুতেই করে দেন বল। বল হাতে এই পেসার শুরুতেই ফেরান ওপেনার লুক রঞ্চিকে (০), এরপর রস টেলরের (৩৯) গুরুত্বপূর্ণ উইকেটটাও তার দখলে। তাই ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে তার হাতেই।

ইংলিশ বোলারদের দিনে বৃথা গেছে কেন উইলিয়ামসনের অসাধারণ ৮৭ রানের ইনিংসটি। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া কিউই অধিনায়কের ৯৮ বলে ৮ বাউন্ডারিতে সাজানো ইনিংসটাই কেবল আশা জাগিয়েছিল নিউজিল্যান্ডকে। তিনি ছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান করতে পারেননি কিছুই।  নাইল ব্রুম (১১), জেমি নিশাম (১৮), কোরে অ্যান্ডারসনরা (১০) ব্যস্ত ছিলেন আসা-যাওয়ায়। তাদের ব্যর্থতায় পাওয়া বড় ব্যবধানের জয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ইংলিশরা।

২ ম্যাচ শেষে এউইন মরগানদের পয়েন্ট ৪। ‘এ’ গ্রুপে তাদের মতো বাকি তিন দল অস্ট্রেলিয়া (২), বাংলাদেশ (১) ও নিউজিল্যান্ডও (১) খেলেছে দুটি ম্যাচ করে। পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে করে শেষ ম্যাচে ইংলিশরা হারলেও দ্বিতীয় দল হিসেবে চলে যায় সেমিফাইনালে, কারণ বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ থাকায় যে কোনও এক দল তুলতে পারবে সর্বোচ্চ ৩ ‍পয়েন্ট। তাই অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচে ইংলিশদের হারিয়ে দিলেও তাদের পয়েন্ট ৪-এর বেশি হবে না। সেই হিসাবে এক ম্যাচ হাতে রেখে শেষ চার নিশ্চিত করে ইংল্যান্ড।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।