১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে টেকনাফে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্টিত : অনুপস্থিত-৫

teknaf hsc pic 01-04-15
টেকনাফে নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্টিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জানা গেছে। ১ এপ্রিল বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরিক্ষা অনুষ্টি হয়। তবে কেন্দ্রে আইন শৃংখলার দায়িত্বে পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবির টহল জোরদার রাখা রেখেছে। সকালে পরিক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহীদ উদ্দিন ও মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন কেন্দ্র পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে খুজ খবর নেয়।
এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিব উপজেলা রির্সোস সেন্টার কর্মকর্তা নুরুল আফসার জানান, এবারের এইচএসসি পরিক্ষায় এ কেন্দ্রে প্রথম দিনে ১২২ জন শিক্ষার্থীর মধ্যে ৩ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এতে ১১৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তবে কেন্দ্রে নিয়মিত-অনিয়মিত ১৬২ জন শিক্ষার্থী রয়েছে বলে জানায়। তিনি জানায়, শান্তিপূর্ন পরিবেশে সুষ্ট ভাবে পরিক্ষা অনুষ্টিত হয়েছে।
অপরদিকে রঙ্গীখালী দাঃ উঃ ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা মোঃ কামাল হোছাইন জানান, আলিম পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনে ৭১ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এতে ৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তবে কেন্দ্রে নিয়মিত-অনিয়মিত ৭২ জন শিক্ষার্থী রয়েছে বলে জানায়। এ কেন্দ্রে ৩ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ কেন্দ্রের সার্বিক দায়িত্ব পালন করেন। তবে পরিক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাহিরে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত ছিল। তবে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্টভাবে পরীক্ষা সম্পূন্ন হওয়ায় অভিভাবকদের মাঝে স্বস্তি দেখা দেয়।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহীদ উদ্দিন জানান, নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা সুষ্টভাবে সম্পূন্ন হয়েছে। তবে কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে বিশৃংখলা রোধে সচিব ও হল সুপারদের সতর্ক দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।