২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় স্যানিটেশন অভিযান উদ্বোধনে- উপজেলা চেয়ারম্যান

নিরাপদ ও সুস্থ জীবন গড়তে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার নিশ্চিত করতে হবে

চকরিয়ায় স্যানিটেশন মাসের প্রচার অভিযান উপলক্ষে র‌্যালীতে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): জাতীয় স্যানিটেশন প্রচার অভিযান মাস উপলক্ষে গতকাল সোমবার সকালে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এদিন বেলা ১১টায় উপজেলা পরিষদ থেকে শুরু করে র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে। পরে র‌্যালীটি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলার নবাগত নির্বাহী নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) খন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত, জেলা আওয়ামীলীগের সদস্য ও চকরিয়া বর্ণমালা একাডেমী স্কুলের চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আতিক উল্লাহ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহবাজ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা.ফেরদৌসী আক্তার।
চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেনের তত্বাবধানে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো.সেলিম উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এম আর চৌধুরী,কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার,চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, অনিরাপদ স্যানিটেশন ব্যবস্থার কারনে মানুষের মাঝে নানা ধরণের রোগ-বালাইয়ের সৃষ্টি হয়। তাই নিরাপদ ও সুস্থ জীবন গড়তে হলে আমাদেরকে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কাজ করছে। বিনামুল্যে জনগনের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ করছে। যাতে প্রতিটি এলাকায় শতভাগ স্যানিটেশন ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়।

উপজেলা চেয়ারম্যান বলেন, জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে সরকারের নেয়া স্যানিটেশন ব্যবস্থার এ সফল উদ্যোগ জনগনের দৌড়গোড়ায় পৌঁছাতে হবে। এ ক্ষেত্রে এলাকার জনপ্রতিনিধিদেরকে বেশি ভুমিকা পালন করতে হবে। তা হলেই এলাকায় শতভাগ স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থার উন্নতি ঘটবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।