৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

নিরাপদ পানি নিশ্চিতের উপর গুরুত্বারোপ করে কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি :
ভূ-গর্ভের পানি অতিমাত্রায় উত্তোলনের কারণে পর্যটন নগরী কক্সবাজারে দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে। বাড়ছে ভূ-গর্ভস্থলে লবণাক্ততা। ফলে এ অঞ্চলে সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করছে। এতে প্রাকৃতিক পরিবেশ ও ইকোসিস্টেমের ওপর চরমভাবে প্রভাব পড়তে পারে।
শুধু তাই নয়, এ অবস্থা চলতে থাকলে এতোদাঞ্চলে বাড়তে পারে পানিবাহিত বিভিন্ন রোগ। ফলে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি এর প্রভাব পড়তে পারে কক্সবাজারের পর্যটন শিল্পেও।
বিশেষ করে শুস্ক মৌসুমে এ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশংকা করছেন পানি বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় বৃষ্টির পানি হার্ভেস্টিং কিংবা সাগরের লবণ পানি পরিশোধন করে সুপেয় পানি সংকট সমাধানের পদক্ষেপ নেয়ার উপর গুরুত্বারোপ করে কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
“শান্তির জন্য পানি” এই প্রতিপাদ্যে সোমবার বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর ওয়াশ অফিসার সাজেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল আজাদ, ইউনিসেফের ওয়াস স্পেশালিস্ট জাহিদ মামুন, ডিএসকে’র যুগ্ম পরিচালক আলমগীর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকৌশলী আবুল মানজুর, স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ক ডা. সুকন্যা প্রীতি, হাইসাওয়ার প্রোগ্রাম ম্যানেজার এনামুল হক মন্ডল, ইউনিসেফের ওয়াশ অফিসার আইনুল হুদা বক্তব্য রাখেন।
পুরো আয়োজনে যৌথভাবে অংশ নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), হাইসাওয়া, ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, ভার্ক, আইডিই, এনজিও ফোরাম, অক্সপাম, ওয়ার্ল্ড ভিশন ও রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পানি নিয়ে আলাদাভাবে নিজেদের মাঠ জরিপের পর্যবেক্ষণ প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করে।
প্রসঙ্গত: কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড সমিতি পাড়াসহ জেলার পানি সংকটে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কাজ করছে উল্লেখিত বেসরকারি সব সংস্থা। যাদের আর্থিক সহযোগিতা দিচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ, কক্সবাজার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।