এম.জিয়াবুল হক,চকরিয়াঃ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামায় অবস্থিত দুইশত পরিবারের বসবাসরত আশ্রয়ণ প্রকল্পের র্জীণর্শীণ ঘর গুলোর বর্তমান প্রেক্ষাপট পরিদর্শন করেছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
গতকাল বৃহস্পতিবার বিকালে তিনি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা পৌঁছে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত গরীব পরিবারের নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি আশ্রয়ন প্রকল্পের বসতঘর গুলো নষ্ট হয়ে যাওয়ার কারনে বৃষ্টির পানিতে প্রতিটি পরিবারের লোকজন চরম দুর্ভোগের বিষয়টি অবগত হন। মেহেরনামা জনপদের বাসিন্দা পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম আশ্রয়ণ প্রকল্পের মানুষের দু:খ দুর্দশা এমপি জাফর আলমকে জানাতে এলাকাটি পরিদর্শনের আমন্ত্রন জানান। এরই প্রেক্ষিতে এমপি জাফর আলম মেহেরনামায় অবস্থিত দুইশত পরিবারের বসবাসরত আশ্রয়ণ প্রকল্পের র্জীণর্শীণ ঘর গুলোর বর্তমান প্রেক্ষাপট পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে এমপির সঙ্গে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী মাহাবুবউল করিম, পেকুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান উন্মে কুলছুম মিনু, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন ভুইঁয়া, চকরিয়া চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ জসীম উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্থানীয় পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
পরে আশ্রয়ণ প্রকল্প এলাকায় এক সুধীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে কাজ করছেন। গরীব মানুষের ভাগ্যউন্নয়নে বদ্ধপরিকর। জাতির পিতার আর্দশে সরকার প্রধান শেখ হাসিনা ব্যক্তিগতভাবে গরীব জনসাধারণকে বেশি ভালোবাসেন। সেইজন্য তিনি বিশেষ প্রকল্পের আওতায় গরীব মানুষের জন্য নিরাপদ বাস নিশ্চিত করতে আশ্রয়ন প্রকল্প তৈরী করেছেন। ভুমিহীন মানুষকে বেঁেচ থাকার ঠাই দিয়েছেন।
তিনি বলেন, সারাদেশে নতুন প্রকল্পের আওতায় গরীব পরিবারের জন্য ঘর বিতরণ কর্মসুচি হাতে নিয়েছেন সরকার। প্রতিটি এলাকার গরীব পরিবারকে নতুন ঘর দেবেন শেখ হাসিনা সরকার। বর্তমানে প্রকল্পের অগ্রগতি শুরু হয়েছে। সরকারের সাফল্যের অংশহিসেবে আগামীতে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি গরীব ও ভুমিহীন পরিবারকে নতুন ঘর দেওয়া হবে। পাশাপাশি গরীব মানুষের নিরাপদ বসবাস নিশ্চিত করতে চকরিয়া-পেকুয়া উপজেলার কল আশ্রয়ন প্রকল্পের ঘর সমুহ মেরামত হবে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে এব্যাপারে ব্যবস্থা গ্রহনে নির্দেশ দেওয়া হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।