২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নির্যাতিত রোহিঙ্গাদের পাশে কেন্দ্রীয় মহিলা আ’লীগ নেত্রী রিজিয়া রেজা চৌধুরী

রায়হান সিকদার,(লোহাগাড়া): মিসেস রিজিয়া রেজা চৌধুরী।তিনি সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ, গণমানুষের জননন্দিত নেতা প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির সুযোগ্য সহধর্মিণী।রিজিয়া রেজা চৌধুরী একজন সমাজসেবী ও নারীনেত্রী। সাতকানিয়া-লোহাগাড়ার নারীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।নারী সমাজ তার প্রতি আন্তরিক।নারীদের ভালবাসায় তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকার যেখানে নারীদের সমস্যা দেখা দেয় সেখানে ছুটে যান তিনি। খোঁজ খবর নিয়ে অসহায় নারীদের কল্যাণে সবসময় সর্বাত্মক সহযোগিতা ও সহমর্মিতার হাত প্রসারিত করে যাচ্ছেন।তার স্বামী সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ,গণমানুষের জননন্দিত নেতা প্রফেসর ড. ড.নদভী এমপি এলাকার বিভিন্ন অঞ্চলে উন্নয়নে বলিষ্ট ভূমিকা রেখে যাচ্ছেন।সাতকানিয়া-লোহাগাড়ায় উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
গত ১৫সেপ্টেম্বর সকালে মিয়ানমার হতে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ নিয়ে ছুটে যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। তিনি আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক।সাথে ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.নদভী এমপি। ওই দিন ১০হাজার রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।মিসেস রিজিয়া রেজা চৌধুরী অসহায় রোহিঙ্গা মহিলাদের সাথে কথা বলেন।তাদের দুঃখ কষ্টগুলো তাকে বুঝান।তাদের কথা গুলো শুনে নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী আবেগ আপ্লুত হন।তাদেকে শান্তনা দেন এবং আশ্বস্হ করেন। তোমরা মহান আল্লাহ উপর ভরসা রাখো।আল্লাহ তোমাদের রক্ষা করবেন।তোমাদের পাশে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন সবসময় পাশে আছে থাকবে। এসময় সাথে ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মিসেস শাহিদা আকতার জাহান,শিক্ষিকা ও হোমিও প্যাথিক চিকিৎসক স্বপ্না দেবী,মিসেস নার্গিছ মুন্নী,মিসেস কোহিনুর আকতার।
নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্হাপন করলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।