২ জানুয়ারি, ২০২৫ | ১৮ পৌষ, ১৪৩১ | ১ রজব, ১৪৪৬


নূরসানা মোর্শেদ পিউলির ঘরে অন্যরকম আনন্দ

বিশেষ প্রতিবেদকঃ

পাবনা জেলার পলাশ ক্যাডেট স্কুলের ক্যাম্পাস-১ থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ) কর্তৃক আয়োজিত ২০২৪ সালের মেধাবৃত্তি পরীক্ষায় পাবনা জেলা থেকে অংশ নিয়ে সাধারণ বৃত্তি পেয়েছেন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নূরসানা মোর্শেদ পিউলি। পিউলি কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সিকদার পাড়ার বাসিন্দা। তার পিতা মোর্শেদুল আলম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জোনাল কার্যালয় পাবনার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও)। মাতা রোকসানা আক্তার রুবি সিকদার একজন গৃহিণী। গত ১২ ডিসেম্বর এই মেধাবৃত্তির ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে উক্ত মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশ নেন। পিউলি ছোটবেলা থেকেই পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। সে নিয়মিত গান, আবৃত্তি ও নৃত্য চর্চা করে। উপজেলা ও জেলা পর্যায়ে তার বিভিন্ন অর্জন রয়েছে। সে বাংলাদেশ বেতার কক্সবাজারের সদস্য। মেধাবী এই শিক্ষার্থী নিয়মিত পড়ালেখা করে কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছেন। যার পেছনে শিক্ষক-শিক্ষিকা বাবা ও বিশেষ করে মায়ের অবদান রয়েছে। তার ভালো ফলাফলে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটিসহ পরিবারের সবাই আনন্দিত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।