২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

নেইমারের ‘প্রথম’ হ্যাটট্রিকে বার্সেলোনার জয়

ঘরের মাঠে বার্সেলোনা জার্সিতে হ্যাটট্রিক করলেও অ্যাওয়ে ম্যাচে হ্যাটট্রিক ছিল না নেইমারের। রোববার সেই আক্ষেপও দূর করেন নেইমার। লাস পালমাসের মাঠে ৪-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। নেইমারের হ্যাটট্রিকের সঙ্গে একটি করে গোল করেন লুইস সুয়ারেজ।

এ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা। ৩৭ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে সমান জয় ও পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে জয় পেলেও রিয়াল মাদ্রিদের শেষ দুই ম্যাচে চোখ রাখতে হবে বার্সেলোনাকে। শেষ ম্যাচে বার্সেলোনা জয় পেলে এবং রিয়াল মাদ্রিদ যেকোনো একটি ম্যাচ হারলেই শিরোপা ঘরে তুলতে পারবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ২৫, ৬৭ ও ৭১ মিনিটে তিনটি গোল করেন নেইমার। সবশেষ ব্রাজিলিয়ান হিসেবে অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার জার্সিতে গোল করেছিলেন রিকার্ডো ওলিভিয়েরা। ২০০৫ সালে বেটিসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রিকার্ডো। ১২ বছর পর নেইমার আবারও হ্যাটট্রিকের স্বাদ পেলেন। ম্যাচের ২৭ মিনিটে গোলের দেখা পান লুইস সুয়ারেজ। লাস পালমাসের বিপক্ষে সবশেষ চার ম্যাচে চারটিতেই গোল করার কৃতিত্ব দেখালেন উরুগুয়ের স্ট্রাইকার।

এদিকে ম্যাচের ৬৩ মিনিটে এক গোল করে গোলের ব্যবধান কমান লাস পালমাসের পেড্রো ভাইগাস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।