২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেইমারের ‘প্রথম’ হ্যাটট্রিকে বার্সেলোনার জয়

ঘরের মাঠে বার্সেলোনা জার্সিতে হ্যাটট্রিক করলেও অ্যাওয়ে ম্যাচে হ্যাটট্রিক ছিল না নেইমারের। রোববার সেই আক্ষেপও দূর করেন নেইমার। লাস পালমাসের মাঠে ৪-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। নেইমারের হ্যাটট্রিকের সঙ্গে একটি করে গোল করেন লুইস সুয়ারেজ।

এ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা। ৩৭ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে সমান জয় ও পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে জয় পেলেও রিয়াল মাদ্রিদের শেষ দুই ম্যাচে চোখ রাখতে হবে বার্সেলোনাকে। শেষ ম্যাচে বার্সেলোনা জয় পেলে এবং রিয়াল মাদ্রিদ যেকোনো একটি ম্যাচ হারলেই শিরোপা ঘরে তুলতে পারবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ২৫, ৬৭ ও ৭১ মিনিটে তিনটি গোল করেন নেইমার। সবশেষ ব্রাজিলিয়ান হিসেবে অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার জার্সিতে গোল করেছিলেন রিকার্ডো ওলিভিয়েরা। ২০০৫ সালে বেটিসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রিকার্ডো। ১২ বছর পর নেইমার আবারও হ্যাটট্রিকের স্বাদ পেলেন। ম্যাচের ২৭ মিনিটে গোলের দেখা পান লুইস সুয়ারেজ। লাস পালমাসের বিপক্ষে সবশেষ চার ম্যাচে চারটিতেই গোল করার কৃতিত্ব দেখালেন উরুগুয়ের স্ট্রাইকার।

এদিকে ম্যাচের ৬৩ মিনিটে এক গোল করে গোলের ব্যবধান কমান লাস পালমাসের পেড্রো ভাইগাস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।