২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

নেত্রীর বার্তা নিয়ে এসেছি, আ’লীগ যেন আ’লীগের শক্র না হয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আমরা প্রধানমন্ত্রীর পিতা ও আমাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের রাজনীতি করি। আমি নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বার্তা নিয়ে এসেছি। বক্তব্য দিতে নয়। মাহবুব, শামীম, আমিন, বিপ্লব বক্তব্য রেখেছেন, আমার স্পষ্ট কথা কক্সবাজার আওয়ামী লীগে যেন শত্রুরা ঢুকতে না পারে। শত্রু ঢুকলে এমনিতেই ঝগড়া হবে। আর মনে রাখবেন দল ক্ষমতায় থাকলে বসন্তের কুকিল আসে। যখন ক্ষমতা চলে যাবে, তখন তারাও পালিয়ে যাবে। সলিট লোক এবং সলিট কর্মী চাই। যারা সুখে, দুঃখে দলের পাশে থাকেন। মনে রাখবেন ভয়কে সব সময় জয় করতে হবে। সেতুমন্ত্রী আরও বলেন, পর্যটন নগরী কক্সবাজারে সরকার অনেক উন্নয়ন করেছে, আরও বহু উন্নয়ন হবে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চারলেন হচ্ছে। মাতারবাড়িতে বিশাল প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা আরও অনেক উন্নয়ন সাধন করে চমক দেখাবেন। ওবায়দুল কাদের ষড়যন্ত্রকারীদেরকে ইঙ্গিত করে বলেন, আমরা চোর না বীরের জাতি। পদ্মা সেতু আজ স্বপ্ন নয়, বাস্তবতা। বর্তমানে কাজ শুরু হয়েছে। আগামী এক বছর পর চালু হবে। ‘আবার যদি ইচ্ছে করে, আবার আসিব ফিরে’ ‘দুঃখ সুখের ঢেউ খেলানো বঙ্গপোসাগরের তীরে’ আবার আসিব। জয় বাংলা, বলে বক্তব্যের ইতি টানেন তিনি।
শনিবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এবং উপ-প্রচার সম্পাদক এমএ মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত একেএম এনামুল হক শামীম। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের সাংগঠনিক রিপোর্ট পেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তৃণমূল নেতাদের মধ্যে বক্তব্য রাখেন-কক্সবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম, টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক নুরুল বশর, জোয়ারিয়ানালা ইউনিয়ন সভাপতি কামাল বোরহান উদ্দিন, কক্সবাজার পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক রফিক মাহমুদ, মাতারবাড়ি ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আবু হায়দার, উজানটিয়া ৬নং ওয়ার্ড নেতা নাছির উদ্দিন, হলদিয়াপালং ২নং ওয়ার্ড সভাপতি ওবাইদুল হক ছুট্ট, ঈদগাঁও ৮নং ওয়ার্ড সভাপতি ডা. সমীর দাশ, হোয়াইক্যং ২নং ওয়ার্ড সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা নেতা ইব্রাহীম খলিল, চকরিয়া পৌর ৮নং সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ও কুতুবদিয়ার লেমশীখালী’র ওয়ার্ড নেতা এটিএম শামশুল হুদা। এর আগে ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শোক প্রস্তাব পাঠ করেন-জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী।
তৃণমূলের নেতারা বক্তব্যে বলেন, সেলফি রাজনীতি বন্ধ করতে হবে। হাইব্রিড নেতাদের দল থেকে বের করে দিন। বিজয়কে চিরস্থায়ী করতে সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। জেলার ১১টি সাংগঠনিক উপজেলায় সম্মেলনের মাধ্যমে সুসংহত করা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি করেনা, প্রশ্রয়ও দেন না। নোবেল জয়ীদের ষড়যন্ত্র সফল হয়নি। তৃণমুলরাই শেখ হাসিনাকে ক্ষমতায় নিবে। নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে। বিএনপি’র নেতারাইতো অন্য দলের, সেখানে সিইসি’র সমালোচনা বেমানান।

ছবি : এসএম আরোজ ফারুক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।