২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায়-জাফর আলম

নৌকার বিজয় নিশ্চিত করতে দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে হবে

চকরিয়ায় বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালনে উপজেলা আওয়ামীলীগের সভায় বক্তব্য দিচ্ছেন আলহাজ জাফর আলম।

নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল শনিবার বিকালে উপজেলার ফাঁশিয়াখালী ভেন্ডিবাজারস্থ আপন কমিউনিটি সেন্টারে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলমের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এতে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিস্তারিত মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, আবু মুছা, ছৈয়দ আলম কমিশনার, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াসউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, জেলা পরিষদের সদস্য ও বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সোলতান আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা রস্তম শাহরিয়ার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান চেয়ারম্যান, সাংবাদিক মিজবাউল হক, নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ডা.মীর আহমদ হেলালী, অর্থসম্পাদক বদরুদোজ্জা, দপ্তর সম্পাদক আবদুল জলিল, ক্রিড়া সম্পাদক হাসানুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক সাহাবউদ্দিন, হারবাং আওয়ামীলীগের সভাপতি মিরানুল ইসলাম চেয়ারম্যান, বরইতলীর সভাপতি বেলালউদ্দিন, কৈয়ারবিলের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম হানু, ফাঁশিয়াখালীর সভাপতি সাহাবউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আবছার, কাকারার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সুরাজপুর মানিকপুর সভাপতি বাদল শর্মা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাজল মেম্বার, বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ডুলাহাজারার সভাপতি জামাল হোছাইন, খুটাখালীর সাধারণ সম্পাদক এম বেলাল আজাদ, লক্ষ্যারচর ইউনিয়নের সভাপতি রেজাউল করিম সেলিম, সাধারণ সম্পাদক খম আওরঙ্গজেব বুলেট, চিরিঙ্গা আওয়ামীলীগ নেতা আহমদ কবির, পৌর আওয়ামীলীগ নেতা বশির আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জামাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, সম্প্রতি সময়ে দেশে বিরাজমান রোহিঙ্গা সমস্যা সমাধান ও তাদের আশ্রয় দিয়ে সরকার প্রধান ও আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ম শেখ হাসিনা বিশে^র কাছে মানবতা এবং শান্তির অগ্রদুত হিসেবে সম্মানিত হয়েছে। এই সম্মান গোটা দেশের। আওয়ামীলীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই প্রধানমন্ত্রীর বিচক্ষন নেতৃত্বে আজ চলমান সংকট কাটিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলশভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকারের উন্নয়ন ধারাবাহিকতা চকরিয়া উপজেলার প্রতিটি জনপদে বিদ্যমান রয়েছে। আমাদেরকে সরকারের উন্নয়ন ও সাফল্য গুলো জনগনের সামনে তুলে ধরতে হবে। এই জন্য আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদেরকে আরো বেশি দায়িত্ববান ভুমিকা পালন করতে হবে। উপজেলা চেয়ারম্যান বলেন, আগামী একাদশ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগ তথা নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে এখন থেকে তৃনমুলে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। এই জন্য সকল ধরণের ভেদাভেদ ভুলের দলের নেতাকর্মীদেরকে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।