রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া এলাকায় মাদক সেবন করে বাবাকে মারধরের অভিযোগে পুত্র মোহাম্মদ শাহাব উদ্দিন (২৫) কে ভ্রাম্যমান আদালতে ২মাসের সাজা দিয়েছে বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুব আলম। আটক শাহাব উদ্দিন পুদয়া বাগমুয়া এলাকার মোহাম্মদ আলীর পুত্র। সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিন মাদক সেবন করে বাড়িতে এসে তার বাবা ও মাকে প্রতিনিয়ত মারধর করে আসচ্ছিল। খবর পেয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার) এর নির্দেশে থানার এসআই মো: শেখাব উদ্দিন সেলিম এর নেতৃত্বে একটি পুলিশি টিম ৩ডিসেম্বর সকালে উল্লেখিত এলাকা হতে শাহাব উদ্দিনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। একই দিন দুপুরে উপজেলা নির্বাহী কার্যালয়ে তাকে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তথা নির্বাহী অফিসার মো: মাহাবুব আলম মাদক সেবী শাহাব উদ্দিনকে ২মাসের সাজা প্রদান করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।