কালবৈশাখী ঝড়ে রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করেছে দমকল কর্মীরা। মঙ্গলবার (০২ মে) সকাল সাড়ে ৬টার দিকে দমকল কর্মীরা পাঁচজনের লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নুরুল ইসলাম।
তারা হলেন- নগরীর দরগাপাড়া এলাকার সারোয়ার হোসেন রফিক (৪৫), রবিন (২৮), খানপুরের আসাদুল (৪৫) এবং শাহমুখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র আবুল আহাদ (৯) ও তামিম (৯)।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পদ্মার নদীর তালাইমারি এলাকায় পাঁচটি ভেসে উঠে। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে। পরে তিনজনের লাশ পরিবারের সদস্য ও দুই শিশুর লাশ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
এর আগে রোববার রাত ৭টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় নগরের দরগাপাড়া এলাকায় পদ্মা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। পদ্মার মাঝের চর থেকে কয়েকজন যাত্রী নিয়ে বড়কুটি ঘাটে ফেরার সময় মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এতে দুই শিশুসহ পাঁচজন নিখোঁজ হয়েছিল বলে জানা যায়। সোমবার দিনভর দমকল কর্মীরা লাশ উদ্ধারে পদ্মায় তল্লাসী চালায়। কিন্তু অনেক খোঁজাখুজির পরও তাদের না পেয়ে সোমবার সন্ধ্যায় তারা অভিযানের সমাপ্তি ঘোষণা করে। অবশেষে লাশ ভেসে উঠলে তারা দমকল কর্মীরা গিয়ে লাশগুলো উদ্ধার করে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।