২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মহাসংঘদান, পেটিকাবদ্ধ ও স্মৃতিচারণ অনুষ্ঠান কাল

নীতিশ বড়ুয়া, রামুঃ বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরু, বাংলাদেশ সরকার কর্র্তৃক একুশে পদকে ভুষিত, মায়ানমার সরকার কর্তৃক আগ্গামহাসদ্ধম্মাজ্যোতিকাধ্বজ্ব উপাধিতে ভুষিত, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, মান্যবর উপ-সংঘরাজ, ত্রি-পিটক বিশারদ, প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মহাসংঘদান, পেটিকাবদ্ধ ও স্মৃতিচারণ অনুষ্ঠান আগামী ৯ অক্টোবর, বুধবার অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বিহার প্রাঙ্গনে মহাসংঘদান,অষ্টপরিষ্কার দান, ধর্মসভা, অতিথি ভোজন, স্মৃতিচারণ সভা, প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র নির্বাণ সুখ ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনাসহ দিনব্যাপী নানা আনুষ্ঠানের আয়োজন করছে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের। এতে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাথের। ধর্মদেশনা করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস.লোকজিৎ মহাথের প্রমুখ প্রাজ্ঞ ভিক্ষুসংঘ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শিক্ষা উপ-মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুনী নওফেল এমপি, কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের সংরক্ষিত মহিলা সাংসদ কানিজ ফাতেমা আহমদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুযা, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মুজিবুর রহমান, ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইহ্লা চৌধুরী, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম প্রমুখ। এছাড়া দেশ বরেন্য প্রাজ্ঞ ভিক্ষুসংঘ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এদিকে মহতী পুণ্যানুষ্ঠান উপলক্ষে গত মঙ্গলবার, ৮ অক্টোবর দুপুরে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রামুর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সভায় মিলিত হন। সভায় কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া জানান, পেটিকাবদ্ধ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করছি, অনুষ্ঠানে ২০ থেকে ৩০ হাজার মানুষের সমাগম হবে। যারা দূর দুরান্ত থেকে আসবেন তাদের জন্য দুপুরে ভোজনের ব্যবস্থা রাখা হয়েছে। পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের মহাপ্রয়ানের দিন থেকে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষ সার্বিক সহযোগীতা প্রদান করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও জানান, অনুষ্ঠান সুশৃংখল ভাবে সম্পন্ন করতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ৩ অক্টোবর, বৃহস্পতিবার দিবাগত রাত ১২.৫৫ টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে পন্ডিত সত্যপ্রিয় মহাথের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। পরদিন শুক্রবার বিকাল ৩ টায় প-িত সত্যপ্রিয় মহাথের’র মরদেহ বহনকারি গাড়ীটি রামু বাইপাস ফুটবল চত্বরে পৌঁছালে হাজারো বৌদ্ধ নারী-পুরুষে মাঝে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সেখান প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে শ্রদ্ধা জানাতে ছুটে যান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। সেখান থেকে এমপি কমল, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের তত্ত্বাবধানে ভক্তরা খালিপায়ে সর্বজন শ্রদ্ধেয় বৌদ্ধ ভিক্ষুকে বহনকারি গাড়ি নিয়ে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে পৌঁছায়। পরে পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মরদেহ ধর্মীয় কার্যাদি শেষে সন্ধ্যা ৬ টার দিকে কেন্দ্রীয় সীমা মহাবিহারে প্রবেশ করান। সে থেকে প্রয়াত এ ধর্মীয় গুরুকে এক নজর দেখতে ভিড় করেন বৌদ্ধ সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মাবলম্বী লোকজন।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।