কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ড উপ-নির্বাচনে বাহারছড়া কেন্দ্রে পরাজিত দুই প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে। ১৬ এপ্রিল বিকেল সাড়ে ৫ টার দিকে ভোটের ফলাফল ঘোষণার পরপরই পরাজিত প্রার্থী কফিল উদ্দীনের লোকজন অপর পরাজিত প্রার্থী জসীম উদ্দীনের বাসায় হামলায় চালায়। তাদের ছোঁড়া ইট-পাটকেলে পথচারীও আহত হন ।
তারা হলেন জসীম উদ্দীনের ছোট বোন ও সাবেক টেকনাফ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইউনুছ বাঙ্গালীর স্ত্রী ফাতেমা বেগম (৪০) নজরুল ইসলামের স্ত্রী শাহিনা আকতার এবং দেলোয়ার হোসেন ও জয়নাল আবেদীন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় কফিলের কয়েকজন সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের সনাক্ত করা যায়নি।
অন্যদিকে এই হামলার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে জসীম উদ্দীনের লোকজনের হামলায় আহত হয়েছেন কর্মরত দু’ সাংবাদিক। তারা হলেন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজা উদ্দীন রুবেল ও দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার নূরুল আজিম নিহাদ। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।