২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

পাউলিনিয়োর হ্যাটট্রিকে ব্রাজিলের গোলোৎসব

গোল পেলেন নেইমার। তবে তাকে ছাপিয়ে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক পাউলিনিয়ো। এই মিডফিল্ডারের হ্যাটট্রিকের সঙ্গে নেইমারের লক্ষ্যভেদে উরুগুয়েকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়ে এসেছে ব্রাজিল।

মন্তেভিদিওর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের শুরুর দৃশ্যপটটা কিন্তু ছিল অন্যরকম। ম্যাচের নবম মিনিটেই যে এগিয়ে গিয়েছিল উরুগুয়ে। মার্সেলো ব্যাক পাস করেছিলেন গোলরক্ষক অ্যালিসনের দিকে। রিয়াল মাদ্রিদ লেফট ব্যাকের ভুল শুধরাতে গিয়ে ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাউল করে বসেন এদিনসন কাভানিকে। বক্সের ভেতর প্যারিস সেন্ত জার্মেই স্ট্রাইকারকে ফেলে দেওয়ায় রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে পাওয়া সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি কাভানি। তার গোলে এগিয়ে যাওয়ার উৎসব অবশ্য খুব বেশি সময় স্থায়ী হয়নি। ১৯ মিনিটেই ব্রাজিলকে দুর্দান্ত এক গোলে সমতায় ফেরান পাউলিনিয়ো। নেইমার পাস বক্সের অনেকটা বাইরে থেকে আচমকা এক শটে বল জালে জড়ান চাইনিজ লিগে খেলা এই মিডফিল্ডার।

প্রথমার্ধ শেষ হয় ওই ১-১ গোলের সমতায়। দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ব্রাজিল। ৫২ মিনিটে লিড নেয় সফরকারীরা, এবারও গোলদাতা সেই পাউলিনিয়ো। আর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এই মিডফিল্ডার। দানি আলভেসের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এর আগে স্কোরশিটে নাম তোলেন নেইমার। ৭৪ মিনিটে মিরান্দার বাড়ানো লম্বা পাস ধরে বল জালে জড়ান বার্সেলোনা তারকা।

বিশাল এই জয়ে রাশিয়া বিশ্বকাপের আরও কাছে চলে গেল নেইমাররা। ১৩ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ৩০, শীর্ষস্থানটা তাই করল আরও সুসংহত। ঘরের মাঠে হেরে যাওয়া উরুগুয়ে অবশ্য ধরে রেখেছে দ্বিতীয় স্থান। সমান ম্যাচে তাদের পয়েন্ট ২৩।

আগের ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে কলম্বিয়া। হামেস রোদ্রিগেসের একমাত্র লক্ষ্যভেদে বলিভিয়াকে তারা হারিয়েছে ১-০ গোলে। ৮৩ মিনিটে কলম্বিয়া পেনাল্টি পেলে স্পট কিক নিতে গিয়েছিলেন হামেস। যদিও তার কিকটি ঠেকিয়ে দেন বলিভিয়া গোলরক্ষক। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি, তার ঠেকানো বল চলে আসে হামেসের সামনে। দ্বিতীয় দফায় বল জালে জড়াতে আর ভুল হয়নি রিয়াল মাদ্রিদ তারকার। এই জয়ে কলম্বিয়া ২১ পয়েন্ট নিয়ে এখন তালিকার চতুর্থ স্থানে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।