প্রাপক, এস এম সাদ্দাম, পিতা এস এম ফরিদ আলম, প্রোঃ ফ্রেন্ডস কালেকশন, এন আলম মার্কেট কোটবাজার। স্থায়ী সাং- পাগলির বিল, ডাকঘর- মরিচ্যা বাজার, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
…লিগ্যাল নোটিশ গ্রহীতা
প্রেরক, জামাল উদ্দিন, পিতা- মোঃ মকছুদ, সাং- মরিচ্যা বাজার, ডাকঘর- মরিচ্যা পালং, ওয়ার্ড নং- ০১, হলদিয়া পালং ইউনিয়ন, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
এর পক্ষে- অনিল কান্তি বড়ুয়া এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজার।
…..লিগ্যাল নোটিশ দাতা।
জনাব, আমি নিম্ন স্বাক্ষরকারী আমার উপরোক্ত লিগ্যাল নোটিশ দাতা মক্কেল জনাব জামাল উদ্দিন কর্তৃক অনুরুদ্ধ হয়ে আপনি লিগ্যাল নোটিশ প্রদান করতেছি যে, আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতা হইতে আমার মক্কেল ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা পাওনা হয়। উক্ত পাওনা টাকা পরিশোধ করার নিমিক্তে আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতা বিগত ১৯/০২/২০১৭ ইংরেজী তারিখে আমার মক্কেল বরাবরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোটবাজার এস,এম,ই/কৃষি শাখার একখানা ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার চেক প্রদান করেন। যাহার চেক নাম্বার- IBI-1286125, যাহার আল ওয়াদীয়াহ চলতি হিসাব নং- 880, আমার মক্কেল সরল বিশ্বাসে আপনার চেকখানা গ্রহণ করে বিগত ১৯/০২/২০১৭ইং তারিখ রুপালী ব্যংক লিমিটেড কোটবাজার শাখার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করিলে ব্যাংক কর্তৃপক্ষ Insufficient fund মন্তব্য সহ সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ চেকখানা ডিএসঅনার করে। চেকে প্রস্তাবিত টাকা ব্যাংক হিসাবে না থাকার পরেও চেক প্রদান করা প্রতারণা ও শাস্তিযোগ্য অপরাধ। বিধায় অত্র লিগ্যাল নোটিশ প্রাপ্তির পর ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আপনি আমার মক্কেলের প্রাপ্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অবশ্যই আমার মক্কেল বরাবরে পরিশোধ করিবেন। অন্যথায় আমার মক্কেল আপনার বিরুদ্ধে এন,আই,এ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক মামলা দায়ের করিতে বাধ্য হইবেন।
বিষয়টি অতীব জরুরী।
নোটিশ দাতার পক্ষে
অনিল কান্তি বড়ুয়া
এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজার।
মোঃ নং- ০১৮১৪-৯৪৩৪২১
বিঃদ্রঃ ভবিষ্যৎ কার্যক্রমের জন্য লিগ্যাল নোটিশ এর এক কপি আমার সেরেস্তায় সংরক্ষিত থাকিবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।