পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের শাহ নোরানি মাজারে বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জাভেদ ইকবাল এ তথ্য জানিয়েছেন।
আজ শনিবার বিস্ফোরণের সময় খুজদার জেলার ওই মাজার প্রাঙ্গণে স্থানীয়ভাবে পরিচিত ‘ধামাল’ অনুষ্ঠান চলছিল।
ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌঁছেছে। খারাপ যোগাযোগব্যবস্থার কারণে জরুরি সেবা নিয়ে সেখানে যাওয়া কঠিন হয়ে পড়েছে। মাজারটির অবস্থান পাহাড়ি এলাকায়।
এ পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ আহমেদ বুগতি বলেন, ‘হামলায় গুরুতর আহতদের করাচিতে নেওয়া হবে।’ মাজারটির আশপাশে তেমন কোনো হাসপাতাল নেই।
এদিকে, প্রদেশের খুজদার জেলার সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বুগতি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ হয়, এ জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাধারণ শুক্রবার ওই মাজারে খুব ভিড় হয়। সারা দেশ থেকে ভক্তরা জড়ো হয়।
সিন্ধু প্রদেশের মুখমন্ত্রী মুরাদ আলী শাহ নিরীহ মানুষের হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।