২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

পাগলিরবিলে চলাচলের পথ বন্ধ রাখায় ব্যবসায়ি নজরুলের তিন কন্যা স্কুলে যাওয়া বন্ধ!


উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পাগলিরবিল সিকদারপাড়া এলাকায় দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে দেয়ায় ব্যবসায়ি নজরুল ইসলামের তিন কন্যা সন্তান গত ১০ দিন ধরে স্কুলে যেতে পারছে না বলে জানা গেছে। এমনকি বাড়ি থেকে বের হওয়াও মুশকিল হয়ে পড়েছে ব্যবসায়ি নজরুলের পরিবার। চরম মানবেতর জীবন যাপন করছে ওই ব্যবসায়ি ও তার পরিবার। এই ব্যাপারে ব্যবসায়ি নজরুল উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

ব্যবসায়ি নজরুল ইসলাম জানিয়েছেন, গত ১০ দিন ধরে পাগলিরবিল সিকদারপাড়া এলাকায় তার চলাচলের দীর্ঘদিনের পথটি বন্ধ করে রাখেন স্থানীয় মৃত আবুল হোছাইনের ছেলে মোহাম্মদ শফি আলম গং। যার ফলে তার পরিবার চরম মানবেতর জীবন যাপন করেছেন।
তিনি আরও জানান, গত মাস খানেক আগেও পথটি বন্ধ করে দেয়া হয়েছিল। এই নিয়ে উখিয়া থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি এসআই আনিস মিমাংসা করে দেয়। কিন্তু এই সব কিছু তোয়াক্কা না করে শফি আলম গং আবারো গত ১০ দিন ধরে পথটি বন্ধ করে রাখেন।

ব্যবসায়ি নজরুলের মতে, বর্তমানে তার পরিবার চরম মানবেতর জীবন যাপন করছেন। এমনকি তার স্কুল পড়–য়া তিন কন্যা স্কুলে যাওয়া বন্ধ রয়েছে।

ব্যবসায়ি নজরুলের পিতা প্রবীণ আইনজিবী সহকারি দানে আলম চৌধুরী বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সুÑদৃষ্টি কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।