উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন ও উখিয়া থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, ইয়াবা, বিদেশী মদ ও বিয়ারসহ আবুল হাশেম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ী উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের হালুকিয়া গ্রামের মোঃ হোসেনের ছেলে।
৭জুন (বৃহস্পতিবার) ভোররাত ৪টার দিকে আটক মাদক ব্যবসায়ীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তার বাড়ি তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা, একটি নাইন এমএম পিস্তল, দুই বোতল বিদেশি মদ ও ১৬ ক্যান বিয়ার ও নগদ ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তাফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের আভিযানিক দল উখিয়া থানা পুলিশের সাথে যৌথ অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবা, একটি নাইন এমএম পিস্তল, দুই বোতল বিদেশি মদ ও ১৬ ক্যান বিয়ার ও নগদ ২ লক্ষ টাকাসহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।