২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

পানির নিচে টেকনাফের নাইক্যংখালী প্রাইমারী স্কুল, শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

Teknaf Pic
টেকনাফের হ্নীলায় একটি প্রভাবশালী মহল পানি চলাচলের রাস্তায় বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবার বৃষ্টির পানিতে একটি প্রাইমারী স্কুলের মাঠ তলিয়ে গিয়ে শ্রেণী কক্ষ প্লাবিত হয়েছে। এতে ওই স্কুলের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এই ব্যাপারে দ্রুত উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় অভিভাবকেরা।
সরেজমিনে দেখা যায়,টেকনাফের হ্নীলা নাইক্যংখালী সরকারী প্রাইমারী স্কুলের মাঠ গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গিয়ে স্কুলের শ্রেণী কক্ষ সমুহে প্রবেশ করেছে। এর প্রকৃত কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক আমান উল্লাহ জানান,স্থানীয় মৃত অলি আহমদের পুত্র জানে আলম, মোহাম্মদ আলম গং পরিকল্পিতভাবে দীর্ঘদিনের পানি চলাচলের রাস্তায় বাঁধ দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। স্কুল মাঠের প্রায় কোমর সমান পানি উছলিয়ে স্কুলে ঢুকে পড়ায় ছেলে-মেয়েদের পাঠদান ব্যাহত হচ্ছে। এই ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত ধরকে অবহিত করা হয়েছে। এই ব্যাপারে স্থানীয় মেম্বার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম মেম্বার বলেন ইচ্ছাকৃতভাবে বাঁধ দিয়ে পানি স্কুলে ঢুকিয়ে দেওয়ায় ছেলে-মেয়েদের পড়াশুনা করাতে না পেরে ছুটি দিয়েছে। এই ব্যাপারে থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমারদে বলেন স্থানীয়ভাবে সৃষ্ট সমস্যা ম্যানেজিং কমিটিকে সমাধানের জন্য বলা হয়েছে। এরা ব্যর্থ হলে পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত স্বাপেক্ষে পদক্ষেপ নেবেন। এই ব্যাপারে অভিযুক্তদের মোঃ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন অপর একটি প্রভাবশালী মহল স্কুলের পাশের খাস জমি জবর দখল করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরিকল্পিতভাবে আমাদের উপর দোষ চাপানো হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।