কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার ফরিদুল আলম জানান, পিকনিক গাড়ীর ব্যানারে বাগেরহাট হাট জেলা রুটের একটি যাত্রী বোঝায় বাস যায় টেকনাফে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে টেকনাফ থেকে কক্সবাজার ফেরার পথে উখিয়ার মরিচ্যা চেকপোষ্টে বাসটি থামিয়ে তল্লাসি চালায় বিজিবি জোয়ানরা। এ সময় বাস থেকে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির এই কর্মকর্তা জানান, মা জননী পরিবহনে থাকা যাত্রীরা ইয়াবা পাচারের সাথে জড়িত সন্দেহে গাড়ীর ড্রাইভার, দুই হেলপারসহ বাকী ৩২ জন যাত্রীকেও সন্দেহভাজন আটক করা হয়। জব্দ করা হয় মা’জননী পরিবহনটি। তিনি মনে করেন, পিকনিক গাড়ীর আড়ালে মাদক পাচারচক্রের একটি সিন্ডিকেট ইয়াবা ট্যাবলেট টেকনাফ থেকে পাচার করে নিয়ে যাচ্ছিল। পরে তারা উদ্ধারকৃত ইয়াবা চালানের সাথে জড়িত আছে কিনা তা যাছাই বাছাই করে আইনী পদক্ষেপ নেয়া হবে বলে জানান লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম। আটককৃতদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
কক্সবজারের উখিয়া মরিচ্যা চেকপোষ্টে একটি যাত্রীবাহী বাস থেকে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩৫ জনকে আটক করেছে বিজিবি। শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজার মুখী বাস থেকে এই ইয়াবার চালান উদ্ধার করা হয়। এ সময় ‘মা জননী’ নামক বাগের হাট রুটের বাসটি (পঞ্চগড় জ- ০২-০১৪৭) জব্দ করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।