সবুজ বড়ুয়াঃ বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে ৪ ফেব্রুয়ারী সোমবার রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রেসিডেন্ট পুলিশ মেডেল( পিপিএম) পদক গ্রহণ করেন চট্টগ্রামের বোয়ালখালী থানার বৃহত্তর শাকপুরা গ্রামের কৃতি সন্তান এস আই রাজেশ বড়ুয়া রানা। কর্মক্ষেত্রে বিশেষ অবদান স্বরূপ থাকে এই পদক প্রদান করা হয়। বর্তমানে তিনি কক্সবাজার জেলার উখিয়া থানার শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বরত আছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ সপ্তাহ উপলক্ষে এস আই রাজেশ বড়ুয়া রানা আইজিপি পদকেও ভূষিত হন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।