৭ সেপ্টেম্বর, ২০২৪ | ২৩ ভাদ্র, ১৪৩১ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ২বছরের সাজাপ্রাপ্ত ও আরো ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সেকান্দর (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত আসামীর বাড়ী সদরের পিএমখালীর উত্তর পাততলী গ্রামে। সে ঐ এলাকার সৈয়দ নুরের পুত্র। গত শুক্রবার ১৪ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার এএসআই আকাশ চৌধুুরী ও কামাল হোসেন এর নেতৃত্বে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামীকে সদরের পিএমখালী উত্তর পাততলী থেকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার এএসআই আকাশ চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামী ২টি মামলার ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করা হয়েছে। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় ২টি, রামু থানায় ১টি ও কক্সবাজার সদর মডেল থানায় ২টি সহ মোট ৫টি মামলা রয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার বলেন , গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানা ও বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।