পারভেজ হোসেন নোওসাদ ;বিশেষ প্রতিনিধি
খুনিয়া পালং ইউনিয়নের সুনামধন্য সংগঠন পূর্ব গোয়ালিয়া ক্রিড়া সংগঠনের সভাপতি মিজানুর রহমানের রহমানের উদ্যোগে ও অন্যন্য সদস্যদের সহযোগীয়তায় ১০ মে সন্ধ্যা ৫ঃ৩০ এই উপহার সামগ্রী বিতরন করা হয়।
নিদিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এইসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন পূর্ব গোয়ালিয়া পালং ক্রিড়া সংগঠনের সভাপতি মিজানুর রহমান ও এলাকার মন্যবর ব্যাক্তিগণ।
মিজান জানায় তারা ৭ নং ওয়ার্ডের অসহায় দিনমজুর মানুষদের ত্রান সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়। উক্ত উপহার সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন ফরিদ ও গিয়াস ডন।মিজান ও তার সংগঠনের ছেলেরা সর্বদা অসহায়দের জন্য কাজ করে যাবে বলে জানান। তারা সকলের নিকট দোয়া কামনা করেন।
এলাকার সাধারন জনগন তাদের এমন উদ্যাগে খুশি হয় এবং তাদের মতো সবাইকে দানশীল হওয়ার প্রতি আহ্বান জানান। অসহায় দিন মজুর মানুষরা সুনির্দিষ্টভাবে উপহার সামগ্রী পেয়ে গোয়ালিপালং ক্রীড়া সংগঠনকে ধন্যবাদ জানান ও তাদের দীর্ঘায়ু কামনা করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।