বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা অর্জনকারী দল কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয়কে বীরোচিত সংবর্ধনা দিয়ে বরণ করে নিলেন পেকুয়ার সর্বস্তরের জনসাধরন। আজ দুপুরে পেকুয়া উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত উপজেলার চৌমুহুনী চত্বরে বিশাল এ সংবর্ধনায় পেকুয়ার অধিকাংশ স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিবাবক সহ সর্বোপরি নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ফুলের তোড়া ও পাপড়ি ছিটিয়ে জাতীয় চ্যাম্পিয়ন দলকে বরণ করে নেয়।
এর আগে তারা ঢাকা থেকে ট্রেন যোগে চট্রগ্রামে পৌঁছলে সেখানে অবস্থানরত পেকুয়ারর শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করে। পরে চট্রগ্রাম থেকে চকরিয়া পৌঁছানোর পর বিশাল মোটর শুভাযাত্রা সহকারে শত শত যানবাহন নিয়ে চকরিয়ার ইনানী থেকে টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় এর বুলেট বাহিনীকে পেকুয়ায় নিয়ে আসা হয়। চৌমুহুনীতে আয়োজিত বিশাল সংবর্ধনায় বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু। চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা এস এম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাসেম সহ অন্যান্যরা।
উল্লেখ্য যে, গত ২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্টিত টুর্নামেন্টের ফাইনালে সিলেটের জৈন্তাপুর কামরাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।