কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিএনপি-জামায়াতের দুষ্কৃতিকারীরা পেকুয়া যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের গাড়ীসহ অর্ধশতাধিক যানবাহনে আগুন দেয়। এতে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন গাড়ীর মলিক ও শ্রমিকরা। দেশে বিএনপি-জামায়াতের সহিংসতার আগুন নেভাতে অন্যান্য অঞ্চলের মতো পেকুয়ার চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন কক্সবাজার জেলা যুবলীগ। জেলা যুবলীগ সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাবু এক বিবৃতিতে বলেন অন্যতায় সমগ্র কক্সবাজারে বিএনপি-জামাতের সন্ত্রাস দমনে যুবলীগ বৃহত্তর কর্মসুচীর ঘোষনা দেবেন। এদিকে পেকুয়ার বিএনপি-জামাতের চিহ্নিত আগুনদাতা সন্ত্রাসীদের শাস্তির দাবী জানিয়েছেন কক্সবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি এড্ঃ শহীদুল্লাহ চৌধুরী, সাইফুদ্দিন খোকন, শহীদুল হক সোহেল, জি এম কাশেম, সোহেল আহমদ বাহাদুর, যুগ্ম সম্পাদক মোঃ শহীদুল্লাহ, বাবুল ইসলাম বাহদুর, সাংগঠনিক সম্পাদক জাহেদ ইফতিখার, সুলতান মাহমুদ চৌধুরী, অর্থ সম্পাদক সাজেদুল করিম, সহ-অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু, অধ্যাপক আব্দুর রহিম, রামু যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, কক্সবাজার পৌর যুবলীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু, যুগ্ম আহবায়ক সোয়েব ইফতেখার, সদর যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকু, চকরিয়া যুবলীগ সভাপতি শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক কাউছার উদ্দিন কচির, উখিয়া যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, কুতুবদিয়া যুবলীগ সভাপতি আছাদ উল্লাহ চৌধুরী সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ইকো, টেকনাফ যুবলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান নুরুল আলম, সাধারণ সম্পাদক নুর হোসেন, পেকুয়া যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।