বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের পেকুয়ায় মাছ শিকারে গিয়ে লাশ হয়ে ফিরলেন এক মৎস্যজীবী যুবক। সোমবার সকাল সাতটার দিকে তিনি একটি স্লুইচ গেইেটে আটকে পড়ে মারা গেলেও বেলা দেড়টার দিকে তার মরদেহ সেখান থেকে বের করা সম্ভব হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
নিহতের নাম মোহাম্মদ কাইছার (৩৫)। তিনি পেকুয়া উপজেলার মগনামার সাতঘর পাড়ার মনজুর আলমের ছেলে।
মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম বলেন, সাতঘরপাড়ার কাইছার প্রতিদিন মগনামা চেপ্টাখালী এলাকার স্লুইচ গেটে (নাশি) জাল বসিয়ে মাছ ধরে। নিত্যদিনের মতো রবিবার রাতেও জাল বসান। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি জাল তুলতে গিয়ে পানির স্রোতে নাশির ভেতরে আটকা পড়ে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। অনেক চেষ্টারপর বেলা দেড়টার দিকে তার মরদেহ বের করে আনা সম্ভব হয়েছে।
পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান, মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।