২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

পেটের ভিতর ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

রায়হান সিকদার, লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী মোটর ষ্টেশনস্থ এলাকা হতে পেটের ভিতর দিয়ে ইয়াবা পাচারকালে ১ রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত রোহিঙ্গার নাম আবু সামা প্রকাশ আসাদুল (২২)। সে টেকনাফের লেদা ক্যাম্পের মো: আলমের পুত্র। সূত্রে জানা গেছে, আসাদুল পেটের ভিতর দিয়ে ইয়াবাগুলো নিয়ে কক্সবাজার হতে হানিফ পরিবহন যোগে বটতলী মোটর ষ্টেশনে এসে যাত্রা করে। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকা হতে ১৬ অক্টোবর দুপুর আনুমানিক ২টায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার)’র নির্দেশে থানার এসআই মো: নাছির উদ্দিন রাসেল ও এএসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি পুলিশি টিম তাকে আটক করে। পরবর্তীতে তার পেটের ভিতর ইয়াবাগুলো নিশ্চিত করার জন্য আমিরাবাদের একটি বেসরকারী ক্লিনিকে তার পরীক্ষা করানো হয়। ডাক্তারের পরীক্ষায় স্পষ্ট ভাবে নিশ্চিত করা যায় যে, তার পেটের ভিতরে রাবারের দ্বারা ৮টি ইয়াবার প্যাকেট রয়েছে। পরে, রোহিঙ্গা আসাদুলকে থানার হেফাজতে নিয়ে এসে ওষুধ খাওয়ার পর মলঘর দিয়ে ১টি রাবারের প্যাকেট বের হয়। একইদিন বিকেলে থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মুল্লা ও থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার)। আটককৃত আবু সামা বলেন, তার পেটের ভিতরে ৮টি ইয়াবার প্যাকেটে মোট ৪পিচ ইয়াবা ট্যাবলেট আছে বলে তিনি জানান। তাকে উক্ত ইয়াবাগুলো টেকনাফের মুসনি ক্যাম্পের সেলিম নামের এক ইয়াবা বিক্রেতা ৫হাজার টাকার বিনিময়ে চট্টগ্রাম শহরে পৌঁছে দেওয়ার জন্য দিয়েছিল। আটককৃত ইয়াবা পাচারকারী রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।