২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসুচি আলোকে কক্সবাজারে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসুচির আলোকে ২৮ মার্চ কক্সবাজারে মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি পেশ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এদিন সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা -কর্মচারী এসোসিয়েশন আহুত সরকারের রাজস্ব তহবিল হতে বেতন-ভাতা প্রদান ও পেনশন সিস্টেম চালুর দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীতে কক্সবাজার জেলার ৪টি পৌরসভার পক্ষে কক্সবাজারের জেলা প্রশাসক মো.আলী হোসেন এর কাছে স্মারকলিপি প্রধান করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ সভাপতি ও চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোরশেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা কমিটির সভাপতি ও কক্সবাজর পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা ইয়াছিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম, কক্সবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক চকরিয়া পৌরসভার নক্সাকার (ভাঃ) আলহাজ আবু রাশেদ মো জাহেদ উদ্দিন, কক্সবাজার পৌরসভার সচিব রাসেল চৌধুরী, মহেশখালী পৌরসভার সচিব নেজামুল হক, চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক আরিফুল মোস্তাফা, সহ-প্রচার সম্পাদক রাজীব চৌধুরী, জেলা কমিটির প্রচার সম্পাদক সনজিব, সদস্য মোহাম্মদ আবদুল্লাহ সহ বিভাগীয়,জেলা ও পৌরসভার নেতৃবৃন্দ। অনুষ্টানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শামীম আক্তার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।