পৌর শহরের অন্যতম মালিক শ্রমিক সংগঠন কক্সবাজার পৌর টমটম মালিক চালক ঐক্য পরিষদ এর কার্যক্রমকে আরও গতিশীল সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে চলাচলরত টমটম ইজিবাইক মালিক চালকদের সংগঠিত করার লক্ষে গতকাল ১০ জুলাই পৌর ১নং ওয়ার্ডের টমটম মালিক চালকদের প্রত্যক্ষ ভোটে সকাল ৮.০ টা থেকে বিকেল ৪ টার পর্যন্ত সমিতিপাড়া ইসলামী রিসার্স সেন্টারে ভোট গ্রহণ চলে। উক্ত ওয়ার্ডে ১৪ জন সম্মানিত ভোটার হিসেবে কক্সবাজার পৌর মেয়র সরওয়ার কামাল, ১নং ওয়ার্ড এর কাউন্সিলর আকতার কামাল, জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, কক্সবাজার পৌর টমটম মালিক চালক ঐক্য পরিষদের সভাপতি ভোটারসহ মোট-৪২৫ ভোটারের মধ্যে ৪১৪ জন্য ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করে। মোট ১৬টি পদের মধ্যে বিভিন্ন পদে ৮জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন মো: খাইরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নেছার উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আব্দু শুক্কুর সমাজকল্যান সম্পাদক, সদস্য যথাক্রমে মো: শাহজাহান , জাকারিয়া, জুবাইরুল ইসলাম নয়ন, মো: শাহাব উদ্দিন অন্যদিকে ৮টি পদে সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে ১৪জন প্রতিদ্বন্ধিতা করেন। সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো: জাহাঙ্গীর ২১২ ভোটে জয়লাভ করেন। তার নিকতম প্রতিদ্বন্ধি মুফিজুল আলম (টমটম প্রতীক)৮০ ভোট, শওকত ওসমান মানিক (বাইসাইকেল প্রতীক) নিয়ে ৭২ ভোট মো: এরফান (হারিকেল প্রতীক) নিয়ে ৫ ভোট, সাধারণ সম্পাদক পদে নুরুল আমিন (আম প্রতীক)১৬৮ ভোটে জয়যুক্ত করেন। তার নিকতম প্রতিদ্বন্ধি জি.এম কাসেম (আনারস প্রতীক) ১০৮ ভোট, আবু হুরায়রা আবু (কাঠাল প্রতীক) ৫২ ভোট, মো: পারভেজ (ডাপ প্রতীক) ১১ ভোট, সহ-সভাপতি শফি আলম শফি (হরিন প্রতীক) ১৫৯ ভোটে সিনিয়র সহ-সভাপতি ও নিকতম প্রতিদ্বন্ধি মনজুর আলম (শাপলা) ১৫৫ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে তহিদুল ইসলাম (টেলিভিশন) ২০৫ ভোট পেয়ে জয়যুক্ত হন। নিকতম প্রতিদ্বন্ধি ডিপজল (গোলাপ প্রতীকে) ১২৭ ভোট, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান (কলসি) ২৩৮ ভোটে জয়যুক্ত হন ও তার নিকতম প্রতিদ্বন্ধি মাহফুল করিম (দেওয়াল ঘড়ি) ১০১ ভোট পান। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন কক্সবাজার পৌর টমটম মালিক ঐক্য পরিষদ এর সাংগঠনিক সম্পাদক এম ওসমান গণি, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন যুগ্ন সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সেলিম, ক্রীড়া সম্পাদক মো: শাহেদ, উক্ত নির্বাচনে সুষ্ট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট কেন্দ্রে আনসার সহ পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নিশ্চিত করায় কক্সবাজার পৌর টমটম মালিক চালক পরিষদের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক এইচ এম নজরুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বিজয়ী ও অংশগ্রহণকারী সকল প্রার্থীরা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।