২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরা জঙ্গিবাদ ও সন্ত্রাসী হতে পারেনা


প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছাত্র/ছাত্রীরা কখনো জঙ্গিবাদ ও সন্ত্রাসী হতে পারে বলে আমার মনে হয় না। শুধুমাত্র মাদ্রাসায় পড়ালেখা করলে জঙ্গিবাদ ও সন্ত্রাসী হয়না। যাহা সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে প্রতিয়মান হয়েছে। মাদ্রাসায় শুধুমাত্র ইসলামী ও নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া হয়। সুতারাং ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের কোন স্থান নেই। চলতি বছর থেকে আলিম বিজ্ঞান বিভাগ এবং ফাযিল মাদ্রাসায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি। উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩৪ বছর উদযাপন ও ইছালে সওয়াব মাহফিলে শনিবার কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি ও হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সুলতান মাহামুদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া, রতœাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ, ম্যানেজিং কমিটির সেক্রেটারী সুলতান আহমদ, অধ্যাপক মোহাম্মদ আলী, প্রাক্তন ছাত্র মাওলানা সুলতান আহমদ, রহমত উল্লাহ, আবু বক্কর, সাংবাদিক আহসান সুমন, উদযাপন পরিষদের আহবায়ক মোঃ সাহাব উদ্দীন প্রমূখ। এছাড়াও ১৯৮৩সাল হতে অদ্যবধি পর্যন্ত অধ্যায়নরত প্রাক্তন ছাত্র, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা তাঁদের স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন পরিষদের সদস্য সচিব খাইরুল আমিন ও হারুন অর রশিদ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রাক্তন ছাত্র/ছাত্রীদের স্মৃতি বিজড়িত আল হিকমাহ স্মারকটির মোড়ক উম্মোচন করা হয়। সবশেষে চট্টগ্রামের ইক্রা শিল্পগোষ্ঠির পরিবেশনায় কৌতুক, ইসলামি সংগীত এবং মঞ্চ নাটক করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।