নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএবলেছেন– আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার সদরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমন উপলক্ষে লাখ লাখ মানুষেরসমাবেশ ঘটবে। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকেও সর্বাত্মক সহায়তা দেওয়া হবে জেলা আওয়ামী লীগকে। যদি জেলাআওয়ামী লীগ আমার কাছ থেকে আর্থিক সহায়তা চায় তাও দেওয়া হবে। পাশাপাশি অন্তত ৩০ হাজার মানুষ চকরিয়া ওপেকুয়া থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দেবে। এজন্য আমার এবং দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিনেওয়া হবে।
এমপি জাফর আলম শনিবার দুপুরে কক্সবাজার শহরের লালদিঘীর পাড়স্থ কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলেরবিশেষ বর্ধিত সভায় উপরোক্ত কথা বলেন। আগামী ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমনউপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। এতে জেলা আওয়ামী লীগের সকলনেতৃবৃন্দ, জেলার নিয়ন্ত্রণাধীন ৯টি উপজেলা, চারটি পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিতছিলেন। দলের এই বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেটফরিদুল ইসলাম চৌধুরী। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এতে প্রধান অতিথিছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন। এমপি জাফর আলমের সঙ্গে বিশেষ এইবর্ধিত সভায় আরো যোগ দেন– চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী প্রমূখ।
বিশেষ বর্ধিত সভায় উপস্থিত চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী এমপিরবক্তব্যের উদ্বৃতি দিয়ে জানান– আগামী ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় চকরিয়া ও পেকুয়া থেকে অন্তত৩০ হাজার মানুষ যোগ দেবে। এবং আর্থিক সহায়তারও যদি প্রয়োজন হয় তাহলে আমাদের এমপি মহোদয় জেলা আওয়ামীলীগকে সর্বাত্মক সহযোগীতা দিয়ে যাবে। চকরিয়ায় সমবায় দিবসের র্যালীতে এমপি জাফর আলম।
এদিকে সকালে এমপি জাফর আলম যোগ দেন চকরিয়া উপজেলা সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত সমবায় দিবসের নানাকর্মসূচীতে। র্যালীতে নেতৃত্ব দেন কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিআলহাজ জাফর আলম এমএ। এ সময় উপস্থিত ছিলেন– চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, উপজেলা সমবায় কর্মকর্তা প্রমূখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।